ভারতবর্ষ, সনাতনী হিন্দু সংস্কৃতির পীঠস্থান, যুগ যুগ ধরে ভগবান, মুনি-ঋষি ও মহাপুরুষদের আগমনে সমৃদ্ধ। "ঋষি শাসিত সমাজ এবং সমাজ শাসিত রাষ্ট্র" এই পরম্পরা এবং স্বামী বিবেকানন্দের অমর বাণী, "জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর" থেকে অনুপ্রাণিত হয়ে, ২১শে অক্টোবর ২০২০ সালে 'বিবেকানন্দ সেবা ট্রাস্ট (বিজপুর)' প্রতিষ্ঠিত হয়। শিক্ষা, স্বাস্থ্য ও স্বনির্ভরতার মাধ্যমে শোষিত, পীড়িত ও প্রান্তিক মানুষের সেবায় নিবেদিত এই ট্রাস্ট একটি ভ্রাম্যমাণ চিকিৎসা যান দিয়ে যাত্রা শুরু করে। আজ, ছয় জানুয়ারি ২০২৫-এ, ট্রাস্ট তার পঞ্চম বর্ষে পদার্পণ করেছে, সমাজের প্রান্তিক মানুষের জীবনে আলো পৌঁছে দেওয়ার এক অবিচল প্রতিশ্রুতি নিয়ে। এই পথচলায় আমরা আরও বৃহত্তর সেবার লক্ষ্যে অগ্রসর হচ্ছি, সমাজের কল্যাণে নিজেদের নিবেদিত রাখার অঙ্গীকার নিয়ে।